ঝাড়গ্রাম: দলছুট দাঁতাল হাতির (Elephant) তাণ্ডবে ভাঙল আটটি মাটির বাড়ি, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রামের (Jhargram) জামবনির কাপাশি গ্রামে খাবারের সন্ধানে ঢুকে একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব চালাল ১টি দলছুট দাঁতাল হাতি। শুক্রবার ভোর রাতে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পুকুরিয়া বিটের কাপাশি গ্রামে ১টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। হাতির গর্জন শুনে গ্রামবাসীরা জানতে পারেন গ্রামে হাতি ঢুকেছে। এর পর গ্রামবাসীরা ওই হাতিটিকে গ্রাম থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু দলছুট হাতি ওই গ্রামের পর পর একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। বাড়ি ভেঙে দেয় হাতিটি।
ওই গ্রামে তাণ্ডব চালিয়ে শুক্রবার সকালে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায় পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি। যার ফলে ওই গ্রামজুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে হাতি যাঁদের বাড়ি ভেঙে দিয়েছে তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ফের অশান্তির আশঙ্কা বাংলাদেশে
আরও খবর দেখুন