কলকাতা: পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখ্যোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘টেক্কা’। জুলফিকারের পর প্রায় ৮ বছর পর ফের সৃজিতের ছবিতে দেব। শনিবার বিকেলেই মুক্তি পেল রোমহর্ষক টেক্কার ট্রেলার (‘Tekka’ Trailer Out)। দেবের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব (Dev), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও শিশুশিল্পী আমেয়া। ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে নিজের সিগনেচার মার্ক ধরে রেখেছেন সৃজিত। টানটান থ্রিলার, মারকাটারি সংলাপের জাদুতে কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে।
আরও পড়ুন: মুক্তি পেল ‘দেবারা’
চাকরি ফিরে পেতে এক স্কুলছাত্রীকে কিডন্যাপ করে সে ইকলাখ। ইকলাখের হাত থেকে বাচ্চা মেয়েটিকে বাঁচাতে মেয়েকে বাঁচাতে সর্বস্ব সঁপে দিতে রাজি স্বস্তিকা। শেষে বন্দুক হাতে তুলে নেন স্বস্তিকাও। স্পষ্ট জানিয়ে দেয়,’আমার মেয়ের সঙ্গে আজ যা যা হবে, তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে। বাচ্চাকে উদ্ধারের দায়িত্ব পরে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুক্মিণীর হাতে। ছবিতে গরীব-বড়লোকের ফারাক মুছে গিয়ে সকলেই এক।
ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয়, ‘কখন, কীভাবে বিস্ফোরণ ঘটবে.. এবং তা কে ঘটাবে… তা জানতে রাষ্ট্রযন্ত্রের এখনও বাকি আছে! ট্রেলারজুড়ে গালাগালি কুকথা, সবটাই সিস্টেমের উপর রাগ, হতাশার প্রতিফলন। যার বেশিরভাগই দেবের মুখে। একদম শেষভাবে চাকরি থেকে বরখাস্ত করা বসের উদ্দেশ্যে দেবকে বলতে শোনা গেল- ‘মেশিন দেখে বি* টাকে উঠে গেছে’। ট্রেলার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় চর্চা দেবের সংলাপ।
অন্য খবর দেখুন