নয়াদিল্লি: টাটা ইন্ডিকমের (Tata Indicom) কথা মনে আছে নিশ্চয়ই। মোবাইল ফোনের প্রথম দিকের জমানায় এই সংস্থা অনেক সস্তায় টকটাইম, এসএমএস পরিষেবা দিত। তারপর ক্রমশ মোবাইলের বিবর্তন ঘটেছে, বাজার থেকে হারিয়ে গিয়েছে টাটার ইন্ডিকম। জানা গিয়েছে, ফের এই সেক্টরে ফিরতে চলেছে টাটা, বিএসএনএলের (BSNL) সঙ্গে এ নিয়ে বড় চুক্তি করতে চলেছে তারা।
সম্প্রতি বিএসএনএলে ১৫,০০০ কোটি টাকা লগ্নি করেছে টাটা কনসালটান্সি সার্ভিস (TCS)। বিএসএনএলের সঙ্গে যৌথভাবে ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করেছে রতন টাটার সংস্থা যার ফলে চারটি ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে চলেছে। এর জেরে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে মুকেশ আম্বানির জিও টেলিকম (Jio Telecom), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (Vodafone)।
আরও পড়ুন: দুর্গম জঙ্গল থেকে আদিবাসী শিশুদের উদ্ধার করলেন বনকর্মীরা
সম্প্রতি একই সঙ্গে এই তিন মোবাইল সংযোগ পরিষেবা সংস্থা সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যা নিয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। অনেকেই তাঁদের সিমকার্ড বিএসএনএলে পোর্ট করতে শুরু করেছেন। এর উপর আসরে টিসিএস-এর আগমনে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে।
বিএসএনএল-টাটার এই যৌথ উদ্যোগে গ্রামীণ এলাকায় হাইস্পিড ইন্টারনেট পরিষেবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অন্তত ১০০০টি গ্রামে পৌঁছনো হবে এই পরিষেবা। এই গ্রামগুলিতে আগে থেকেই ৩-জি পরিষেবা দিচ্ছিল বিএসএনএল। এবার তাকে ৪-জিতে পরিণত করার কাজ শুরু হয়েছে।
দেখুন অন্য খবর: