কাঁকসাঃ বাংলায় নতুন রহস্য ট্যাবের টাকা গায়েব ঘটনা। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ট্যাবের টাকা গায়েবের ঘটনা। আর এবার “ট্যাব কেলেঙ্কারি”র অভিযোগ উঠলও পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন দফতরে।
কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ার প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন, একাদশ দ্বাদশ মিলিয়ে স্কুলে মোট ছাত্রীর সংখ্যা ৩০৭। তাদের প্রত্যেকের নাম নথিভুক্ত ছিল সরকারের ট্যাব প্রকল্পে। কিন্তু ট্যাবের টাকা ২৯৯ জন ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে। বাকি ৮ জন ছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকলেও সেই টাকা মুহূর্তে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিলে অনুমতি দিল হাইকোর্ট
ঘটনার খবর সামনে আসার পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দফতর সহ সাইবার বিভাগে। তদন্তে জানা যায়, ৮ জন ছাত্রীর অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও, আইএফএসসি অন্য থাকায় অ্যাকাউন্টে টাকা ঢুকলেও পরে তা অন্য অ্যাকাউন্টে চলে যায়।
কিন্তু প্রধান শিক্ষিকার প্রশ্ন, অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও, আইএফএসসি কোড ভুল হলে অন্যের একাউন্টে টাকা কীভাবে চলে যায়? বিষইয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকি, ব্যাঙ্কেও অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের তরফ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যা সমাধানের।
দেখুন অন্য খবর: