কলকাতা: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (CP Vineet Kumar Goyal) রাষ্ট্রপতি পুলিশপদক ফেরত নেওয়ার দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President of India Droupadi Murmu) চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশপদক প্রত্যাহারের আর্জি বিরোধী দলনেতার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এবিষয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)