সিউড়ি: প্রায় তিন মাস ধরে জল সঙ্কট। বারবার পঞ্চায়েত সদস্য এবং বিডিওকে জানিয়েও সুরাহা হয়নি। প্রতিবাদে বুধবার রাস্তা অবরোধ করল মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, লোকসভা ভোটে ওই এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছে। কিন্তু ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা ইচ্ছা করে জলের ব্যবস্থা করছে না। এই প্রতিবাদে এদিন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
স্থানীয়দের দাবি, আঙ্গারগড়িয়া ডাঙ্গালপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই জলের সমস্যা। বারবার তাঁরা এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, আঙ্গারগড়িয়া অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি সমীরণ গড়াই এই কাজ করতে দিচ্ছেন না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সমীরণ।
আরও পড়ুন: বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
তাঁর পাল্টা দাবি, আঙ্গারগড়িয়া পঞ্চয়েত বিজেপির দখলে রয়েছে। কিন্তু ওই এলাকায় তৃণমূল সদস্য। তাই পঞ্চায়েত ইচ্ছা করে কাজ করছে না। মোটের উপর দুই রাজনৈতিক দলের টানাপোড়েনে বিপাকে সাধারণ মানুষ।
দেখুন আরও অন্যান্য খবর: