নয়াদিল্লি: পদ্ম প্রতীক ব্যবহারে বিজেপির (BJP) প্রতি নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। বিজেপিকে পদ্ম প্রতীক না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (Election Commission) নির্দেশ দেওয়ার জন্য আরও একটি মামলা সম্প্রতি খারিজ করেছে মাদ্রাজ হাইকোর্ট।
প্রচার এবং নাম কামানোর জন্য আপনি উদগ্রীব। সেইসঙ্গে বিচারপতিদেরও। কিন্তু এ কেমন আবেদন? আপনি কিসের বিচার চাইছেন? মন্তব্য বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি ভারালের।
আরও পড়ুন: কুস্তিগির বিনেশ, বজরংয়ের আজ কংগ্রেসে যোগ
জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনa রাজনৈতিক দল যে সুবিধা পেতে পারে, তার অপব্যবহার করছে বিজেপি। এমন দাবিতে নিম্ন আদালতে দেওয়ানি মামলা মামলাকারী জয়ন্ত ভিপতের। সেই সঙ্গে বিজেপি যাতে পদ্ম প্রতীক ব্যবহার করতে না পারে, তারও আবেদন। কিন্তু গতবছরের অক্টোবরে মামলাটি খারিজ হতে তিনি হাইকোর্টে। সেখানেও মামলা খারিজ হতে তিনি সুপ্রিম কোর্টে।
পদ্ম দেশের ঘোষিত জাতীয় ফুল। তাই এই প্রতীক কোন রাজনৈতিক দল ব্যবহার করতে পারে না। করলে তা জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। এমনটাই দাবি ছিল মামলাকারীর।
আরও খবর দেখুন