নয়াদিল্লি: বুধবারের পর বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে (Suprme Court) পিছল আরজি কর (RG Kar Case) মামলার শুনানি। বৃহস্পতিবার এই মামলা শুনবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু এদিন অন্য মামলা চলে আসায় দুপুর ২টোর হতে পারে এই মামলার শুনানি। এদিকে পরপর দু’দিন শুনানি না হওয়ায় হতাশ নিহত তরুণী চিকিৎসকের পরিবার। শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও।
আরও পড়ুন: নবান্ন নিয়ে উস্কানিমূলক মন্তব্য, তরুণীকে রক্ষাকবচ হাইকোর্টের
আরজি করের ঘটনার পর ৮৯ দিন কেটে গিয়েছে। হাইকোর্ট থেকে মামলা সরেছে সর্বোচ্চ আদালতে। কি সুবিচারের দাবিতে নির্যাতিতার মা-বাবা, জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের দিকে। উল্লেখ্য আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি জানান, একেবারে শুরুতেই এই মামলা শুনবেন। অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায়। এর পর এই মামলার বুধবার শুনানি হওয়ার কথা ছিল। সেই দিনও এই মামলার শুনানি হয়নি। সেইসময় প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার এই মামলা তিনি শুনবেন। জানা গিয়েছে, সকালে এই মামবার শুনানি হচ্ছে না। এদিন দুপুর ২টোর পর হতে পারে এই মামলার শুনানি।
অন্য খবর দেখুন