নয়াদিল্লি: জেট এয়ারওয়েজকে (Jetairways) লিকুইডেশনে (Liquidation) পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ এই বিমান সংস্থার ব্যবসায়িক দেনা পাওনা চুকিয়ে বন্ধের নির্দেশ জারি হল। সংবিধানের আর্টিকেল ১৪২ অনুসরণে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জেট এয়ারওয়েজকে লিকুইডেশনে পাঠানোর নির্দেশ। সংস্থাটির পুনর্জীবনের জন্য তৈরি হওয়া পরিকল্পনা কাজে না আসায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই নির্দেশ। জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
পুনর্জীবন পরিকল্পনা অনুযায়ী সাকসেসফুল রেজোলিউশন এপ্লিকেন্টেস(এস আর এ) বা এই সংস্থা হাতে নেওয়ার প্রতিযোগিতার বিজয়ীকে সংস্থার মালিকানা হস্তান্তরে সবুজ সংকেত দেয় এনক্ল্যাট বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের মুম্বই শাখা। সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্টের রায়। সেই সঙ্গে এসআরএ বাবদ দেওয়া ২০০ কোটি টাকা বাজেয়াপ্তের এবং অবিলম্বে জেট এয়ারওয়েজে লিকুইডার নিয়োগের জন্য এনক্ল্যাটের মুম্বাই শাখাকে নির্দেশ।
আরও পড়ুন: পড়ুয়ার অভাবে খোদ রাজধানীতে ১৬ স্কুলের অনুমোদন ফিরিয়ে নিল সিবিএসই
আর্থিক সংকটে জর্জরিত জেট এয়ারওয়েজের জন্য এনক্ল্যাটের অর্ডার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে ওই সংস্থাকে আর্থিক সাহায্য দেওয়া এসবিআই নেতৃত্বাধীন ঋণদাতারা।
দেখুন অন্য খবর: