নয়াদিল্লি: আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আবগারি দুর্নীতি কাণ্ডে এর আগে তাঁকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। যদিও জেল থেকে মুক্তির আগেই, সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও তিনি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথকভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল।
উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন কেজরী। কিন্তু হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, ইডির গ্রেফতারি বেআইনি নয়। গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে দেশের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী, যাঁকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়। লোকসভা ভোটের সময়ে তাঁকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: বাড়ির জানলা দিয়ে দুষ্কৃতীর গুলি, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ১
উল্লেখ্য, এই মামলার শুনানিতে ইডিকে ফাইল জমা দিতে গিয়ে শীর্ষ আদালত বলে, মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) গ্রেফতারির পর এবং তাঁর জামিন না-মঞ্জুর করার পর এবং কেজরিওয়ালের গ্রেফতারির আগে সাক্ষীদের বয়ান দেখতে চাই।
এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু (SV Raju) জানান, হাওয়ালা লেনদেনের আরও প্রমাণ পাওয়া গিয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছে। আদালত প্রশ্ন করে, কেজরিওয়ালকে গ্রেফতার করার সময় সেসব জানানো হয়েছিল কি না। তাতে রাজু বলেন, তদন্তকারী সংস্থার অভিযুক্তকে সমস্ত তথ্য দেওয়ার কথা নেন। তাতে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কেন কারণ দেখানো হবে না, তাহলে তিনি চ্যালেঞ্জ করবেন কী করে।
এর মধ্যে চার্জশিট পেশ করেছে ইডি যেখানে ১০০ কোটি টাকার দুর্নীতিতে কেজরিওয়ালের সরাসরি যোগাযোগ থাকার দাবি করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনে কেজরিওয়াল জানান, আবগারি দুর্নীতিতে সহ-অভিযুক্ত বিজয় নায়ার দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের হয়ে কাজ করতেন, তাঁর হয়ে নয়।