নয়াদিল্লি: নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের (NDPS Act, 1985) ৫০ নম্বর ধারা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও ব্যক্তির দেহতল্লাশি করে যদি মাদক পাওয়া না যায়, তার ব্যাগে পাওয়া যায় তবে এনডিপিএস আইনের ৫০ নম্বর ধারা প্রযোজ্য হবে না। এমন ব্যাখ্যা দিয়ে কেরালা হাইকোর্টের রায় খারিজ করল বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ।
এনডিপিএসের ৫০ তম ধারা অনুযায়ী-
১) যাঁকে তল্লাশি করা হবে তিনি একজন ম্যাজিস্ট্রেট কিংবা গেজেটেড অফিসারের সামনে তল্লাশির দাবি জানাতে পারেন।
আরও পড়ুন: বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
২) গেজেটেড অফিসার বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তল্লাশির কোনও উপযুক্ত কারণ নেই, তিনি ওই ব্যক্তিকে ছেড়ে দিতে পারেন।
৩) মহিলাদের তল্লাশি চালাতে পারবেন মহিলা অফিসাররাই।
৪) সন্দেহভাজন ব্যক্তির যদি মাদকদ্রব্য লুকিয়ে বা ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তল্লাশি করতে পারেন। কিন্তু তাঁকে অনুসরণ করতে হবে ভারতীয় ফৌজদারি আইনের ১০০ নম্বর ধারা।
৫) আধিকারিককে অবশ্যই ৫ নম্বর উপধারা অনুযায়ী তল্লাশির কারণ নথিভুক্ত করতে হবে এবং তা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জমা দিতে হবে।
দেখুন অন্য খবর: