প্রতিভাবান আর উঠতি সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়রা-এই সংমিশ্রণ নিয়ে ভারতের ব্যাডমিন্টন দল খেলতে নামছে সুদিরমান কাপে। রবিবার খেলা শুরু। বেশ শক্ত গ্রুপে রয়েছে ভারত। এই গ্রুপে ভারতের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের সেমিফাইনালে খেলা থাইল্যান্ড আর আয়োজক ফিনল্যান্ড।দলগত এই লড়াইয়ে একে অপরের বিপক্ষে দুটি সিঙ্গলস আর তিনটি করে ডবলসে খেলতে হবে।
ভারতীয় একাধিক তারকা খেলোয়াড় এই আসরে খেলছেন না। বিশ্ব মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম মুখোমুখি হচ্ছে থাইল্যান্ডের।লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে, তা বলাই যায়।
আরও পড়ুন: Thomas and Uber cup: নেতৃত্বে সাইনা, বিশ্রামে সিন্ধু
দুটি অলিম্পক্স পদক পাওয়া–প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু নিজেকে সরিয়ে রেখেছেন, অলিম্পিক্সের প্রবল লড়াইয়ের পর আরও কিছুটা বিশ্রাম নিতে। শুরুতে মনস্থ করলেও পরে সরে দাঁড়ান প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান সাইনা নেওয়াল। তাই মেয়েদের সিঙ্গলসে নজরে থাকছেন, উঠতি মালবিকা বানসোদ এবং অদিতি ভাট।
পুরুষদের ডবলসে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন বিশ্ব নম্বর ১০ জুটি-চিরাগ শেট্টি এবং স্বাত্তিক রাঙ্কি রেড্ডি। চিরাগের পেটের পেশীতে টান লাগায় এক সপ্তাহের টানা বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাই এই জুটির বদলে নামছেন,ধ্রুব কপিলা–এম আর অর্জ্জুন জুটি। এই সুযোগ কাজে লাগাতে পারলে বড় মঞ্চে নিজেদের সামনে নিয়ে আসতে পারবেন দু’জনই।
ভারতীয় দলের পুরুষদের সিঙ্গলসে আর মেয়েদের ডবলসে অভিজ্ঞ খেলোয়াড় একাধিক। আছেন, বি সাই প্রনিথ, কিদাম্বি শ্রীকান্ত এবং অশ্বিনী পোনাপ্পা–এন সিক্কি রেড্ডি জুটি। মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮ নম্বর ডবলস জুটি জঙ্গকোলফান কিটিথারাকুল-রাউন্ডা প্রাজঙ্গি; মিক্সড ডবলসে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩ নম্বর দেচাপল পুয়াভারানুক্রো-সাপসিরি তারাত্তানা চাই।
Team India ?? en route to Finland?? for the Sudirman Cup 2021.
We wish them all the best!! ??
?BAI#badminton #SudirmanCup2021 #sudirmancup #IND #TeamIndia pic.twitter.com/XTNfJt3hNS
— Khel Now (@KhelNow) September 22, 2021
প্রথম ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে লড়ার পর ভারতকে খেলতে নামতে হবে-চীনের বিপক্ষে। এই চীন আবার ১১ বারের খেতাব জয়ী। সেই লড়াই ২৭ সেপ্টেম্বর। গ্রুপের শেষ ম্যাচে ২৯ সেপ্টেম্বর। প্রতিপক্ষ-ফিনল্যান্ড।
ভারত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০০৯ সাল থেকে। ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
ছবি:সৌ-টুইটার।