জব্বলপুর: ফের লাইনচ্যুত ট্রেন। শনিবার ভোরে সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত। তবে ট্রেনের গতি কম থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। তবে হতাহতের কোনও খবর নেই।
মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। শনিবার সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর ২০০ মিটার দূরেই ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুন: দশম ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২
এই নিয়ে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটল, যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলকে। গত জুন মাসে লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ছিটকে পড়ে উল্টে যায় দুটি কামরা। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে।
দেখুন আরও অন্যান্য খবর: