শিলিগুড়ি, রীনা কুমার- শতাধিক অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি (Siliguri) পুরনিগম। শিলিগুড়ি ৪৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারী মোড়ে (Champasari) রাস্তার উপরে থাকা প্রায় ১২০টি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে।
সোমবার সকালে পুরসভার (Corporation worker) কর্মীরা গিয়ে শিলিগুড়ি চম্পাসারী মোড়ে থাকা ওই দোকানগুলি ভেঙে গুড়িয়ে দেয়।
আরও পড়ুন-সন্দেশখালি পৌঁছলেন মুখ্যমন্ত্রী
মূলত বেশ কিছুমাস আগে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে এই রাস্তার উপরে থাকা অবৈধ দোকানগুলো ভাঙার নোটিশ দেওয়া হয়। কিন্তু পাঁচ মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোনরকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পুরসভার পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য। তারপরও দোকান না সরানোর কারণেই সোমবার সকালে দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয়। কর্মহারা হয়ে পড়ে প্রায় শতাধিক ব্যবসায়ী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ২০ বছর ধরে তারা সেখানে ব্যবসা করে আসছেন। তারা জানান, এই ব্যবসার উপর ভিত্তি করেই তাদের পরিবারের ভরণপোষণ চলে।
দেখুন অন্য খবর-