আসছে সিদ্ধার্থ মালহোত্রর (Siddhart Malhotra) নতুন ছবি (New Cinema)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানালেন অভিনেতা। আসন্ন ছবিটির নাম ভিভান (Vvan) । জঙ্গলের গল্প নিয়ে তৈরি ছবির প্লট।
‘পঞ্চায়েত’ খ্যাত পরিচালক দীপক মিশ্রের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ ও সারা আলি খান, এমনটাই খবর বলিউডের অন্দরে।
আরও পড়ুন : মুম্বাইতে ছটপুজো উদযাপনের একটুকরো ছবি পোস্ট করলেন অনুষ্কা! মুহূর্তে ভাইরাল
ছবিটি এক গ্রামীণ প্রথা, সরল প্রেমের উপর তৈরি হতে চলেছে। এই মুহূর্তে, একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এ শুটিং শুরু হতে পারে ছবির।
দেখুন আরও খবর: