কলকাতা: যে দেশে (বাংলাদেশ) জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল। যে রাজ্যে (পশ্চিমবঙ্গে) ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে? এ যেন বার বার ফাঁসিকাষ্ঠে ঝোলার মতো। আমার কি যথেষ্ট মৃত্যু হয়নি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হৃদয় বিদারক পোস্ট বাংলাদেশের (Bangladesh) নির্বাসিত লেখিকা (Writer) তসলিমা নাসরিনের (Taslima Nasrin)।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তসলিমা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। ভারতে তাঁর কী ভবিষ্যৎ হতে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন তিনি। প্রায় তিন মাস হতে চলল ফুরিয়ে গিয়েছে ভারতে থাকার তাঁর রেসিডেন্স পারমিট। তসলিমা জানিয়েছেন, আমি ২০ বছর ভারতে রয়েছি। এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গে সঙ্গেই পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।
আরও পড়ুন: বাংলাদেশে ইউনুসের আড়ালে সরকার চালাচ্ছে অন্য কেউ, অভিযোগ তসলিমার
‘লজ্জা’ লিখে বাংলাদেশ থেকে নির্বাসন পাওয়া এই বিতর্কিত লেখিকার আরও বক্তব্য, নির্বাসনের শুরু থেকে কম দেশে তো বাস করার চেষ্টা করিনি। এক দেশ থেকে আর এক দেশে শুধু হন্যে হয়ে ‘দেশ’ খুঁজে বেড়িয়েছি, পাইনি। যে দেশকে অনেকগুলো বছর ‘দেশ’ বলে ভেবে নিয়েছি, সে দেশও কি তবে আবার নির্বাসন দিতে চাইছে আমাকে?
দেখুন অন্য খবর: