কলকাতা: ছাত্র জনতার বিক্ষোভের মুখে ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার প্রশাসন। কিন্তু, তারপরেও কেন তাঁকে ভারতে পালিয়ে দেওয়ার সুযোগ হল? হাসিনাকে সেফ এগজিট দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? কেন তাঁকে দেশে রেখে বিচার করা হল না? অনেকের মনে রয়েছে এমন হাজারো প্রশ্ন।
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই প্রশ্নের জবাব দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান (Waker Uz Zaman)। সেনাপ্রধান জানিয়েছেন, ৫ অগাস্ট পরিস্থিতি দেখে তিন যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাঁকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়ত। পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত ছিল। একটা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা কেউ চাইবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ১৬ বছরের জঞ্জাল তো ১৬ দিনে মিটবে না। তবে সমস্যা ১৬ মাসে মেটানো হলেও ভালো। এই সরকারকে সময় দিতে হবে। তারা কাজ করছে, অধৈর্য্য হলে হবে না। আমলাতন্ত্রের মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। পুলিশ দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ব্যারাকে ফেরত চলে যাব। আমি আশাবাদী সবাই মিলে কাজ করলে দেশ সংস্কার করা যাবে। আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব।
আরও পড়ুন: নদিয়ায় হাসপাতালের অধ্যক্ষকে সরানো হল
আরও খবর দেখুন
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/p3LTzeGAVco?si=s88AGVJYX4_DnNOx” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>