ওয়েব ডেস্ক: ‘ডন’ ফিরলেন মসনদে। হোয়াইট হাউস দখলে ডোনাল্ড ট্রাম্পের। অপরদিকে, বাংলাদেশের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন। পদত্যাগ বিতর্কের পর মাস দুয়েকের মাথায় তিনি ঘোষণা করলেন তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। বুধবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আওয়ামী লীগ শেখ হাসিনার নামে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে লেখা ছিল, ‘বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: “পরাজয়ের অর্থ নয় যে হেরে গেছি” সমর্থকদের উদ্দেশে বললেন জো বাইডেন
৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেনা বিমানে আসে দিল্লিতে। সূত্রের খবর, গত দুমাস নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনেই আছেন হাসিনা। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়ায় এসে দাবি করেন, তাঁর মা পদত্যাগ করেননি। শেখ হাসিনাকে সরকারিভাবে পদত্যাগ করার সময়ই দেওয়া হয়নি। এরইমধ্যে হাসিনার পদত্যাগ বিতর্কে ফের ইন্ধন জুগিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তিনি জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগের কোনও প্রমাণপত্র তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যের পর নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ।
ইতিমধ্যেই মহম্মদ শাহবুদ্দিনের পদত্যাগ চেয়ে শুরু হয় বিক্ষোভ। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ নতুন করে বিতর্ক উস্কে দিল।
দেখুন আরও খবর: