কলকাতা: কেরলের (Kerala) ওয়েনাড় (Wayanad) জেলায় ভয়াবহ ধসে (Landslide) মৃত্যু হল কমপক্ষে ৪৩ জনের। এখনও আটকে রয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ চালাতে নিযুক্ত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), ভারতীয় সেনা (Indian Army) এবং আরও অন্যান্য এজেন্সি। অবিরাম বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্দাক্কাই, চুরালমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রাম। বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, উদ্ধারকাজে নামানো হয়েছে ২২৫ জনকে। ঘটনাস্থলে রয়েছে মেডিক্যাল টিম, দুটি বায়ুসেনার হেলিকপ্টার, একটি এমআই-এইচ এবং একটি এএলএইচ হেলিকপ্টার। কেরলের মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, উদ্ধারকাজে সাহায্য করবে ভারতীয় নৌসেনাও।
আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা, চক্রধরপুরে লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেল
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই বিপর্যয় মোকাবিলা করতে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে মৃতদের পরিবারকে দুই লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
I am deeply anguished by the massive landslides near Meppadi in Wayanad. My heartfelt condolences go out to the bereaved families who have lost their loved ones. I hope those still trapped are brought to safety soon.
I have spoken to the Kerala Chief Minister and the Wayanad…
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
ওয়েনারের পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে এই ধস। ছবির মতো সুন্দর এলাকাগুলির চিত্র এখন ভয়াবহ। জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি, কিছু আটকে গিয়েছে গাছের গায়ে। অবিশ্রান্ত বর্ষণের জেরে বেশ কিছু জায়গায় পৌঁছনো মুশকিল হয়ে পড়েছে।
ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এই ঘটনায় ব্যথিত হয়ে টুইট করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লেখেন, “কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ওয়েনাড়ের জেলাশাসকের সঙ্গে কথা বলেছি আমি। তাঁরা আমায় আশ্বাস দিয়েছেন, উদ্ধারকাজ চলছে। সমস্ত এজেন্সির সঙ্গে সমন্বয় রাখার এবং কন্ট্রোল রুম খোলার অনুরোধ জানিয়েছি আমি। যে কোনও প্রয়োজনে আমাদের জানাতে বলেছি।”
দেখুন অন্য খবর: