কলকাতা: ইউক্রেনের (Ukraine) সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া (Russia)। মঙ্গলবার একথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। তার মধ্যে ছিল অপারেশনাল এয়ারক্রাফট, মিলিটারি হার্ডওয়্যার, ওয়্যার হাউস এবং ড্রোন তৈরির কারখানা। এছাড়াও ধ্বংস করা হয়েছে প্রায় ৫০টির মতো ড্রোন এবং মিসাইল লঞ্চ সিস্টেম।
ইউক্রেনের পূর্বদিকে একের পর এলাকা দখল নিচ্ছে রাশিয়ান সেনা। তাদের সাফল্য দিন দিন বাড়ছে। একের পর এক শহর জয় করে তারা এগিয়ে চলেছে রাজধানী কিয়েভের (Kyiv) দিকে। সোমবার ডোনেতস্ক পিপলস রিপাবলিকের আর একটি শহর দখল করেছে রুশ সেনা। ইউক্রেনের ১০টি ব্রিগেডের সঙ্গে যুদ্ধে জিতে তবেই এই সাফল্য। চারবার পাল্টা আক্রমণ করেও ঠেকাতে পারেনি ইউক্রেনের সেনা।
আরও পড়ুন: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাপে পশ্চিমি দুনিয়া!
দেখুন অন্য খবর: