এবার নিজেই ঘোষণা করে দিলেন টেনিস তারকা রজার ফেডরার। আবার হাঁটুতে অপারেশন করতে হবে বলে অনির্দিষ্ট সময়ের জন্য খেলার বাইরে থাকবেন। ৪০ বছরের এই টেনিস তারকাটি গত বছরই দুই হাঁটুতে অপারেশন করিয়েছিলেন। আবার সেই রাস্তায় হাঁটলে বাধ্য হচ্ছেন তিনি। এটা করতে হচ্ছে নিজের টেনিস কেরিয়ার আরও লম্বা করতে।
কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেডরার এবার উইম্বলডন খেতাব জিততে পারেননি।কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন। এরপর টোকিয়ো অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেন।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন ফেডরার। তাতে তাঁকে বলতে শোনা গেছে, ‘পরের অপারেশনটি করলে কয়েক সপ্তাহ আমাকে ক্রাচ নিয়ে চলতে হবে। কয়েক মাস খেলার বাইরে থাকতে হবে।জানি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে।আবার এটাই সঠিক রাস্তা নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার। আবার আগের মতো করে ছুটতে চাই আমি।
তিনি আবার এই কথাও বলেছেন,‘আমি আশাবাদী। আবার কোর্টে ফিরতে চাই। ফিট হয়ে, ফর্ম ধরে রেখেই ফিরতে চাই। আমি বাস্তবটা বুঝি। জানি, এই বয়সে আপারেশন করিয়ে এভাবে খেলায় ফেরাটা খুব কঠিন। কিন্তু সুস্থ হয়ে উঠতে চাই। সঠিক লক্ষ্য সামনে রেখে রিহ্যাব সারতে চাই। এখনও আমি পরিশ্রমী। আমার বিস্বাশ, সামনের এই লম্বা সময়ের লড়াইয়ে এই মানসিকতা আমাকে বাড়তি সুবিধা এনে দেবে’।
আরও পড়ুন:Taliban: আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে ঘোর সংশয়
ফেডরার উইম্বলডনে হেরে যাওয়ার পর বলেছিলেন, ‘নিশ্চই আমি আবার এখানকার কোর্টে নামতে চাই। কিন্তু এই বয়সে কেউ আন্দাজ করতেই পারেনা কখন কী ঘটে।আমার সাপোর্ট র্স্টাফদের সঙ্গে আলোচনা করে দেখব, কতো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আরো জোরদার লড়াই করতে পারি।’
ফেডরার উইম্বলডনে হারার পর তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সেন্টার কোর্টে আবার দেখা যাবে কিনা। ফেড বলেছিলেন,‘আমি জানি না। গতবার আমার লক্ষ্য ছিল, উইম্বলডন খেলা। সেটা হয়েছে। খেলতে নেমেছিলাম, তাতেই খুশি।’
ছবি: সৌ–টুইটার।