পশ্চিম মেদিনীপুর: ফের দুর্ঘটনার বলি তিন। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। পুলিশ জানিয়েছে, ওই তিন যুবকের বাড়ি বেলদা এলাকায়। মৃতদের নাম অলীক দে (২৭),শান্তনু দাস(২৮), নরেন্দ্র সাহু(২৭)।
জানা গিয়েছে, রবিবার রাতে জাতীয় সড়ক ধরে দুটি বাইকে করে চার যুবক যাচ্ছিলেন। সেই সময় বেলদার শুশিন্দা এলাকায় জাতীয় সড়কে রাস্তা পারাপার করতে গিয়ে পিছন থেকে একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে দুটি বাইককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত হন বাকি ২ যুবক। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় একজনের। আহত যুবককে চিকিৎসার জন্য রাতেই বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। প্রাইভেট কার ও বাইক দুটি বাজেয়াপ্ত করেছে বেলদা থানার পুলিশ। চালক পলাতক।
আরও পড়ুন: বৃষ্টির দাপট চলবে বাংলায়, জানাল আলিপুর