কলকাতা: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে (Maa Flyover)। ৪৮ ঘণ্টা হতে না হতেই আবার দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারল একটি বাইক। ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়লেন আরোহী। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ এমনই ভয়ানক ঘটনার সাক্ষী হল কলকাতা (Kolkata Accident)। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই বাইকটি বেশ দ্রুত গতিতে পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনওমতে রক্ষা পেলেও ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান আর একজন। এরপরই তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: মহানায়ক উত্তকুমার থেকে প্রথম মেট্রোর সময় বদল, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, সোমবারই দুর্ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। ওইদিন সকালে বাংলাদেশ হাই কমিশনের সামনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় একটি গাড়ি।
দেখুন আরও অন্যান্য খবর: