রামপুরহাট: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। গুরুতর জখম আরও চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার ১৪ নম্বর জাতীয় সড়কে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পথ দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মহরমের দিন রামপুরহাটে পথ দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল অন্য একটি বাইক আরোহী। জাতীয় সড়কে ভল্লা ক্যানেল ও বিনোদপুরের মাঝামাঝি এলাকায় দুই বাইকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। রামপুরহাট থানার পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের জের! কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানান এলাকাবাসীরা। সকলেই মহরম উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে ঘুরতে বেড়িয়েছিল। সাতজনের মধ্যে কেউ বিনোদপুর, কেউ সরফুল্লার বাসিন্দা। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের একজন নাসিম শেখ, তাঁর বাড়ি পাইকর থানা এলাকার করমজি গ্রামে। বাকি দুজনের বাড়ি যশোহরিতে।
দেখুন আরও অন্যান্য খবর: