কলকাতা: সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) বিভিন্ন মহলে তুমুল সমালোচিত হচ্ছেন। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো সিনিয়রদের নিয়েও চলছে কাটাছেঁড়া। একমাত্র একজনই সমর্থকদের প্রশংসা এবং অনাবিল ভালোবাসা পাচ্ছেন। তিনি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই লড়েছিলেন তিনি। আর কিছুক্ষণ টিকে থাকলে ম্যাচ জিতত ভারত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই রোহিতকে সরিয়ে পন্থকে অধিনায়ক করার দাবি উঠেছে। এহেন তারকা উইকেটকিপার ব্যাটার চললেন পরবর্তী অভিযানে। গন্তব্য এবার অস্ট্রেলিয়া, মিশন বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)।
আরও পড়ুন: স্ত্রী ও সৌরভের জোরাজুরিতেই বাংলার হয়ে খেলছেন ঋদ্ধি
Rishabh Pant is ready for BGT.
Blessings from mother & we are all set to go ✌️❤️#CricketTwitter #RishabhPant pic.twitter.com/pCxFXr70eY
— Riseup Pant (@riseup_pant17) November 6, 2024
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা গেল, এয়ারপোর্টে গাড়ি থেকে নামছেন পন্থ, সঙ্গে রয়েছেন তাঁর মা। পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেলেন পন্থ। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজে তিনি ভারতের অন্যতম হাতিয়ার তাতে সন্দেহ নেই।
প্রসঙ্গত, খুব শিগগিরই বড়সড় অর্থলাভ হতে পারে পন্থের। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলামে উঠবে তাঁর নাম। বিশেষজ্ঞদের ধারণা, নিলামে সবথেকে বেশি দাম উঠতে পারে পন্থের। এমনকী সর্বকালীন রেকর্ড ভেঙে যেতে পারে। শোনা যাচ্ছে, তাঁকে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে পঞ্জাব কিংস।