নয়াদিল্লি: নেট ব্যাঙ্কিংয়ে (Net Banking) সতর্কতা বাড়াতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চারমাসের মধ্যে তথ্য যাচাইয়ের (Data verification) নির্দেশ দেওয়া হয়েছে।
ডিজিটাল লেনদেনের (Digital আসার পরে মানুষের জীবনে যেমন অনেক সুরাহা হয়েছে, তেমনি বেড়েছে ব্যাঙ্ক জালিয়াতি থেকে প্রতারণা চক্রের কাজ। অনেক সময় ব্যাঙ্কের নাম করে ফাঁদ পেতে টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র চলতি অর্থবর্ষে প্রথম ছমাসে ১৮,৪৬১টি প্রতারণা খবর সামনে এসেছে। ভুক্তভোগীদের অ্যাকাউন্ট থেকে ২১,৩৬৭ কোটি টাকা গায়েব হয়ে গেছে।
আরও পড়ুন: মহাকুম্ভ উপলক্ষে অতিরিক্ত তিনহাজার সহ মোট ১৩ হাজার ট্রেন চালাবে ভারতীয় রেল
এবার আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে, ওই ব্যক্তির ব্যাঙ্কে নথিবদ্ধ নাম দেখতে পাবেন প্রেরক।
শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের সব ব্যাঙ্কে। এবার গুগল পে বা ফোন পে-র মতো ইউপিআই প্লাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়।
অচেনা কোনও নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে, কাকে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে প্রেরককে সেই তথ্য জানিয়ে দেয় ইউপিআই।
এবার এই সুবিধা পাওয়া যাবে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর সময়। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য সবগুলিকে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছের আরবিআই। আগামী বছরের এপ্রিলের মধ্যে এই নয়া নিয়ম চালু করতে হবে।
আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে যাঁকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর নাম যাচাইকরণের প্রক্রিয়া থাকতে হবে ব্যাঙ্কগুলিতে। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা।
ব্যাঙ্কের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান, তারাও এই সুবিধা পাবে। সোমবার সন্ধ্যায় জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। যেখানে ইউপিআই পরিষেবার প্রসঙ্গও তুলে ধরেছে আরবিআই।
শীর্ষ ব্যাঙ্কের দাবি, এই ধরণের প্রতারণা ফাঁদে পরে ক্ষতি হচ্ছে গ্রাহকদের। ব্যাঙ্কগুলিকেও একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ব্যাঙ্কের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একদিকে যখন দৈনন্দিন ব্যাঙ্কিং কাজকর্মের পরিষেবা নষ্ট হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের আশা ভরসা কমছে।
দেখুন অন্য খবর-