কলকাতা: শাকসবজি থেকে আনাজপাতি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে জেরবার আম জনতা। শুরু হয়েছে উৎসবের মরসুম, এ সময় মূল্য বাড়বে বই কমবে না। কবে পরিত্রাণ পাবে মানুষ? আশা নয়, আশঙ্কার কথাই শোনালেন রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তিনি জানিয়ে দিলেন, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে লাগাম পরানো সম্ভব নয়। বরং ভবিষ্যতে দাম আরও বাড়বে।
শক্তিকান্ত দাস জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে খাদ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাঁর কথায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই যেন স্পষ্ট হল। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটরি পলিসির বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠক শেষে শক্তিকান্ত বলেন, ‘এতদিন ধরে খাদ্যে মূল্যবৃদ্ধি ছিল অন্যতম প্রধান সঙ্কট। অন্য পণ্যের মূল্যবৃদ্ধির হার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছিল। কিন্তু এবার অন্য সমস্যা দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ায় আবার যুদ্ধ পরিস্থিতি। সুতরাং তেল সহ অন্য পণ্যের উপর প্রভাব পড়বে। তাই রেপো রেট কমানো হল না।’
আরও পড়ুন: নরিম্যান পয়েন্টে শেষ শ্রদ্ধা রতন টাটাকে, বিকেলে শেষকৃত্য
রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ, ব্যাঙ্ক ঋণের জন্য সাধারণ মানুষকে চড়া সুদের অঙ্ক গুনতে হবে। সম্প্রতি রেপো রেট (Repo Rate) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। মনে করা হয়েছিল, ভারতেও তার প্রভাব পড়বে এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাবে। কিন্তু নীতি নির্ধারণ কমিটির বৈঠকে আবার সিদ্ধান্ত হল, রেপো রেটে কোনও বদল হবে না। তা থাকবে ৬.৫ শতাংশই। এরই সঙ্গে চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধিহারের পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তা হতে চলেছে ৭.২ শতাংশ।
দেখুন অন্য খবর: