কলকাতা: গত কয়েকদিনে অঝোড়ে বৃষ্টি (Rainfall Forecast) রাজ্যজুড়ে। দিন-রাত যেভাবে ঝেঁপে বৃষ্টি আসছে, তাতে বাংলার বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। একদিকে কৃষকদের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, অন্যদিকে ইলিশের বাজারেও বেড়েছে জোগান। এরই মধ্যে বিপদের বার্তা দিচ্ছে হাওয়া অফিস (Weather Updates)। মূলত গভীর নিম্নচাপ তৈরি হওয়াতেই এভাবে থেকে থেকে ভারী বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খণ্ড থেকে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস ১০ জেলায়
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
এদিকে উত্তরবঙ্গের চিত্রটাও একই। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেখুন আরও অন্যান্য খবর: