কলকাতা: ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বা়বে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় শনিবার ও রবিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। সোম ও মঙ্গলবার দুদিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি শহরে।
আরও পড়ুন: গোপীনগরে নগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকা উদ্ধার
এদিকে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার তাপমাত্রা কিছুটা বাড়বে এবং জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও রবিবারের পর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। একইসঙ্গে অস্বস্তিও বাড়বে। নীচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই।
দেখুন আরও অন্যান্য খবর: