নয়াদিল্লি: সোমবার রাতে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) ডোডা শহরের কাছে জঙ্গি সংগঠন কাশ্মীর টাইগার্সের সঙ্গে গুলির লড়াই হয়েছিল নিরাপত্তা বাহিনীর। এই লড়াইয়ে একজন সেনা আধিকারিক, একজন পুলিশকর্মী সহ পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
মঙ্গলবার সকালে টুইট করে তিনি বলেন, “আজ জম্মু-কাশ্মীরে জঙ্গি আক্রমণে ফের আমাদের জওয়ানরা শহীদ হয়েছেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই। একের পর এক এমন ঘটনা দুঃখজনক এবং চিন্তার বিষয়।”
আরও পড়ুন: বিহারে নির্মমভাবে খুন প্রাক্তন মন্ত্রীর পিতা!
রাহুল আরও বলেন, “লাগাতার হয়ে চলা জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরের ভয়াবহ অবস্থার কথা ব্যক্ত করছে। বিজেপির ভুল নীতির ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমাদের জওয়ান এবং তাঁদের পরিবারদের। প্রত্যেক দেশভক্তের দাবি, সরকার সুরক্ষা ব্যবস্থায় বারবার হয়ে চলা ত্রুটির জবাবদিহি করুক এবং জওয়ানদের হত্যাকারীদের প্রতি কঠোরতম ব্যবস্থা নিক। দেশের এই দুঃসময়ে গোটা দেশ আতঙ্কবাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে আছে।”
आज जम्मू कश्मीर में फिर से एक आतंकी मुठभेड़ में हमारे जवान शहीद हो गए। शहीदों को विनम्र श्रद्धांजलि अर्पित करते हुए शोक संतप्त परिजनों को गहरी संवेदनाएं व्यक्त करता हूं।
एक के बाद एक ऐसी भयानक घटनाएं बेहद दुखद और चिंताजनक है।
लगातार हो रहे ये आतंकी हमले जम्मू कश्मीर की जर्जर…
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2024
সোমবার সন্ধে-রাতে ডোডা শহর থেকে ৫৫ কিমি দূরে দেসা জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েছিল রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তল্লাশি চালানোর সময় গুলির লড়াই হয়েছিল পাকিস্তান সমর্থিত জইশ-ই-মহম্মদ (Jaish E Mohammad) জঙ্গি সংগঠনের এক শাখা কাশ্মীর টাইগার্সের সঙ্গে।। সেনা আধিকারিকরা জানিয়েছেন, কিছুক্ষণ গুলি বিনিময়ের পর জঙ্গিরা পালানো শুরু করে।
পার্বত্য ভূমিরূপ এবং ঘন জঙ্গলের মধ্যেও তাদের তাড়া করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গলের মধ্যে রাত ৯টা নাগাদ ফের গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় পাঁচজন গুরুতর জখম হন। মঙ্গলবার সকালে প্রথমে একজন অফিসার সহ তাঁদের চারজনের মৃত্যু হয়, পরে আহত পুলিশকর্মীও প্রাণ হারান।
দেখুন অন্য খবর: