কলকাতা: কেরলে পৌঁছে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা (Priyanka Gandhi Vadra)। ওয়েনাড় (Wayanad) জেলার ধসে বিধ্বস্ত মেপ্পাদিতে যাবেন দুজনে। বৃহস্পতিবার সকালে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন রাহুল-প্রিয়াঙ্কা। তারপর গাড়ি করে গিয়েছেন সুলতান বাথেরি। বিমানবন্দর থেকে তাঁদের সঙ্গী কে সি বেণুগোপাল (KC Venugopal)।
কংগ্রেস দল সূত্রে খবর, মেপ্পাদির ত্রাণশিবির এবং হাসপাতালগুলি পরিদর্শন করবেন রাহুল এবং প্রিয়াঙ্কা। ধসে বিধ্বস্ত এলাকাগুলিতে হাজির হবেন কি না তা এখনও জানা যায়নি। ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল সম্ভবত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং আরও দুই মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। পরিস্থিতির পর্যালোচনা করতে জেলাশাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হবে।
আরও পড়ুন: কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, আটকে পড়ে ২০০ পুণ্যার্থী, ফুঁসছে মন্দাকিনী
রাহুল এবং প্রিয়াঙ্কার ওয়েনাড় যাওয়ার কথা ছিল বুধবারই। কিন্তু খারাপ আবহাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণের ফলে তাঁদের বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মঙ্গলবারই লোকসভায় ওয়েনাড়ের ধস-দুর্যোগের কথা তুলেছিলেন রাহুল। তিনি জানান, এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি, যাতে যতটা সম্ভব ভালোভাবে উদ্ধারকাজ এবং চিকিৎসা পরিষেবা দেওয়া যায়।
তুমুল বর্ষণের ফলে ওয়েনাড়ের পার্বত্য অঞ্চলে ভয়াবহ ধস নামে, যার জেরে এখন পর্যন্ত অন্তত ২৮২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনও ২০০-র বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে তাঁদের অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন।
দেখুন খবর: