Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
PSG: মেসি-নেইমারদের ছেড়ে এবারই রিয়ালে এমবাপ্পে ?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ০৭:৫৬:২৫ এম
  • / ৩৭০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

নেইমার ছিলেনই। মেসিকে নিয়ে আসা হল। তাহলে এমবাপ্পে? পিএসজি’র দলে থাকা’গোল মেশিন’ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তাই চলছে জোর গুঞ্জন। এই গুজবের একটি নয়া মাত্রা যোগ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। তিনি আবার বলে বসেছিলেন, ‘সম্ভবত পিএসজি থেকে একজন ফুটবলার আমাদের দলে যোগ দিতে পারেন।’

সেই একজন কে? ক্রুস যে এমবাপ্পেকেই বুঝিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রিয়ালে যাওয়ার গুজব নিজেই উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে স্বয়ং। কিন্তু কোথাও অন্য কিছুও কি ঘটে চলেছে? তাতে পিএসজি নাকি এই বছরই তাঁকে আটকে না রেখে ছেড়ে দিতে পারে অর্থের বিনিময়ে।

আবার সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে নাকি তাঁর পিএসজি সতীর্থদের বলেছেন, অন্তত আরও এক বছর এই ক্লাবে থাকতে চান। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তিতে আরও একটি মরসুম বাকি আছে।

এমবাপ্পেকে নিয়ে এত গুজব মাথাচাড়া দিয়েছিল কারণ একটাই ছিল,লিওনেল মেসির দলবদল। বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর রটেই চলেছে, ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন তিনি। এ নিয়ে নাকি বৈঠকও হয় ফুটবলার ও ক্লাব, দুই পক্ষেরই। সংবাদমাধ্যমে আবার এটাও প্রচার করে দেয়, এমবাপ্পেকে পিএসজি ধরে রাখতে না পারলে সেই স্থান পূরণ করতে আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নাকি দলে নেবে।

পাশাপাশি আরও একটি গুজন রটতে শুরু করে, পুরনো দল রিয়াল মাদ্রিদেও ফিরতে পারেন রোনালদো। পর্তুগিজ তারকা কদিন আগে নিজেই জানিয়েছেন, আপাতত তাঁর যাবতীয় ভাবনা জুভেন্টাসকে ঘিরেই।

গুজবের এই তালিকায় বাকি ছিলেন এমবাপ্পে। পাশাপাশি তাঁর পিএসজিতে থাকার বিষয়টিও নিশ্চিত বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম—স্প্যানিশ রেডিও কাদেনা সের। পিএসজির অন্দরের এক সূত্রকে সামনে রেখে, এমবাপ্পের থেকে যাওয়ার খবর শুনিয়েছে তারা।

পিএসজির স্পোর্টস ডিরেক্টর লিওনার্দো নাকি কোচ মরিসিও পচেত্তিনো এবং তাঁর স্কোয়াডকে এমবাপ্পের থেকে যাওয়ার কথা বলেছেন। সে ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এর আগে সংবাদমাধ্যমে অনেকবারই এসেছে, এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল। শনিবার থেকেই খবর মিলছে সেই রকমই।

এদিকে মেসি ও সের্হিও রামোস পিএসজিতে যোগ দেওয়ায় ক্লাবটি নেতৃত্ব–সংকট কাটিয়ে উঠেছে। এমনকি প্রচারের হ্যালোজেনটা কিছুটা সরেছে এমবাপ্পের ওপর থেকে। ফরাসি তারকাটির নাকি এটি পছন্দ হয়নি। ক্লাবের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন এমবাপ্পে। মেসি,নেইমার,রামোসদের মতো তারকা থাকায় সেই ইচ্ছা পিএসজিতে এমবাপ্পের হয়তো পূরণই হবে না। তবে এটা বলা যায়, এমবাপ্পের জন্য আর এক বছর অপেক্ষা করলে লোকসান হত না রিয়ালের। কিন্তু এবারই তাঁকে রিয়াল নিলে ১৫০ মিলিয়ন ডলার খরচ করতে হবে।

চুক্তির মেয়াদ শেষে হলেই ফ্রি এজেন্ট হয়ে যেতেন এমবাপ্পে। তখন তাঁকে বাড়তি অর্থ না গুনে কিনতে পারবে স্প্যানিশ ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ আবার জানিয়েছে অন্য এক খবর। দলবদলের এই মরশুমে এমবাপ্পেকে না আনতে পারলে বিকল্প রাস্তায় হাঁটবে রিয়াল। সেই বিকল্প রাস্তাটি হল-আর্লিং ব্রট হরলান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকাকেও নিজেদের পরিকল্পনায় রেখেছে রিয়াল। এমবাপ্পেকে পেয়ে গেলে এসব নিয়ে আর ভাবতেই চায় না রিয়াল।

এমবাপ্পে ও হরলান্ড-এই দুই তরুণ স্ট্রাইকারকে নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চায় রিয়াল। এর আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রোনালদোর পেছনে ছোটার গুজবকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘আমরা এখন ভবিষ্যতের ভাবনায় আছি।’ এমবাপ্পে ও হরল্যান্ড হলেন সেই ভবিষ্যৎ। কিন্তু স্প্যানিশ রেডিও কাদেনা সের -এর খবর সত্যি হলে এমবাপ্পেকে আর আসন্ন এই মরশুমে পাওয়ার কথা নয় রিয়ালের। এখন দেখার ওদের আপাতত হরল্যান্ডই ভরসা, নাকি জোড়া ফলাই।

ছবি: সৌ-টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

আগামিকাল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ভোটের মুখে ইস্তফা দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতির
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
গরম থেকে স্বস্তি পেতেই পাহাড়ে পর্যটকদের ঢল
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ওরাংওটাংয়ের সঙ্গে ঠোঁটের মিল! ব্যাপক ট্রোলড নুসরত
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
কোহলির থেকে কী শিখতে চান গম্ভীর!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
ভাঙড়ের প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
৩ বছর ধরে ধর্ষণ, ধর্ম পরিবর্তনের চেষ্টা, গোয়ালিয়রে লাভ জেহাদ!
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
অমেঠি ও রায়বরেলি নিয়ে কংগ্রেসের ধোঁয়াশা জারি
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
বাঘের আতঙ্কে এলাকা শুনশান, পরে জানা গেল কুকুর  
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
তাপে দগ্ধ বঙ্গ, সাত জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
বহরমপুুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ জেপি নাড্ডার
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team