দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার রোড প্রায় দু’ঘণ্টা অবরোধ (Blocked) করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডায়মন্ড হারবার রোডের (Diamond Harbour Road) পাশে রয়েছে জোকা ম্যানেজমেন্ট, তার ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয়। জোকা ম্যানেজমেন্টের গেট থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব অনেকটাই। অভিভাবকদের বক্তব্য, ছাত্র-ছাত্রীদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হয়। কারণ ছোট ছোট ছেলে মেয়ে এই স্কুলে পড়ে। ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বাচ্চাদেরকে গেটের সামনে ছেড়ে দিন। বাচ্চারা নিজে নিজে স্কুল প্রবেশ করবে। তাতে আপত্তি অভিভাবকদের।
চার চাকা, দু চাকা এবং বাসের জন্য আলাদা টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ ম্যানেজমেন্ট ভিতরে এই গাড়িগুলো ঢোকালে পার্কিং চার্জ বাবদ এই টাকাগুলো স্কুলকে দিতে হবে। অপরদিকে অভিভাবকদের বক্তব্য, এই টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাঁরা স্কুলের সামনে বাচ্চাকেও ছাড়তে রাজি নয়। কারণ অভিভাবকদের অভিযোগ কয়েকদিন আগে একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে। নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। যদিও মৃত সেই বাচ্চাটি এই স্কুলের নয়। বাচ্চাদের একেবারে গেটের সামনে ছাড়তে রাজি নয় অভিভাবকরা।
আরও পড়ুন: স্কুল থেকে মিড ডে মিলের চাল চুরি, হাতেনাতে ধরলেন স্থানীয়রা
আরও খবর দেখুন