কলকাতা: ২ অগাস্ট, শুক্রবার ভারতীয় ক্রিকেটের জন্য এক উল্লেখযোগ্য দিন। এই প্রথমবার নতুন হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে খেলবেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং ভারতের এক নম্বর তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। এই দুজনের সঙ্গে, বিশেষ করে কোহলির সঙ্গে গম্ভীরের রসায়ন কেমন হয় তা নিয়ে ছিল জোর আগ্রহ। দু’ দিনের ট্রেনিং সেশনেই দেখা গিয়েছে, দারুণভাবে মিশে গিয়েছেন সবাই।
শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতের প্রথম একাদশ কী হয় সেদিকে নজর থাকবে। অনেকদিন পর ভারতীয় দলে ফিরতে চলেছেন কে এল রাহুল (KL Rahul) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে রিয়ান পরাগের (Riyan Parag)। ৫০ ওভারের ফর্ম্যাটের স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই চোখ কুঁচকেছিলেন। আগামিকাল দলে জায়গা পেতে শিবম দুবের সঙ্গে তাঁর জোর লড়াই।
আরও পড়ুন: বিসিসিআইয়ের বৈঠকে ঝামেলায় জড়ালেন শাহরুখ খান!
অভিষেক হতে পারে কেকেআর পেসার হর্ষিত রানারও। তাঁর সঙ্গে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং থাকতে পারেন। স্পিনার হিসেবে খেলবেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। অবশ্য ব্যাট হাতেও দক্ষ অক্ষর। তাঁর উপস্থিতির কারণেই শিবম দুবের থেকে রিয়ান পরাগের পাল্লা ভারী।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, রিয়ান পরাগ, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।
দেখুন অন্য খবর: