কলকাতা: সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে (Prasun Chatterjee Arrested) আটক করল ইডি। আরজি করের সেমিনার রুমের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা দিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই খবর। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে।এমনকি নিজেকে সন্দীপের পিএ বলে পরিচয় দিতেন। শুক্রবার সকাল থেকে সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। ৬:৪৫ মিনিট নাগাদ ইডির দলটি হানা দেয় তার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছিল তাঁর বাড়ি।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)