কুলতলি: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশ ফাঁড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলির মহিষমারিহাট সংলগ্ন কৃপাখালি এলাকার ঘটনা। এ বিষয়ে ওই নাবালিকার পরিবার কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাঁদেরকে হেনস্থা করা হয় বলে অবিযোগ। গোটা ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। শনিবার সকাল থেকে জয়নগর-কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এমনকী পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সইসঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছোরা হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও সে মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কাছেই বাজারে ছিল তার বাবার দোকান। টিউশন শেষে দোকানে বাবার সঙ্গে দেখাও করেছিল সে। তারপর একাই বাড়ি ফিরছিল। কিন্তু পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর ফেলে দেওয়া হয়েছে পুকুরে।
আরও পড়ুন:তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে তেমন খুঁত নেই, জানাল দিল্লি এইমস
ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকী ধৃত পুলিশি জেরায় শিকার করেছে খুনের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
দেখুন আরও অন্যান্য খবর: