প্যারিস: বৃহস্পতিবার স্বপ্নিল কুসালের (Swapnil Kusale) ব্রোঞ্জ জয় দিয়ে শুরু হয়েছিল। শুভ দিনটা শেষ হল অশুভ হয়ে, কারণ ভারতের পদক জয়ের সেরা দুই ভরসা বিদায় নিয়েছে। ৫০ কেজি বিভাগ থেকে ছিটকে গিয়েছেন বক্সার নিখাত জারিন (Nikhat Zarin) এবং ব্যাডমিন্টন থেকে বিদায় নিয়েছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। চীনের প্রতিদ্বন্দ্বীর কাছে স্ট্রেট গেমে হেরে সিন্ধুর বিদায় সবথেকে অবাক করেছে। রিও এবং টোকিওর পর প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) তাঁর পদক জয়ের ব্যাপারে প্রবলভাবে আশাবাদী ছিল ১৪০ কোটি ভারতবাসী।
আরও পড়ুন: প্রথম ওডিআইতে ভারতের প্রথম একাদশ কী?
গতদিনের ব্যর্থতার হতাশা ঝেড়ে ফেলে শুক্রবারে উপর আশা। এই অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকর (Manu Bhaker) আরও এক ইভেন্টে নামবেন। তাঁর সবথেকে পছন্দের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন। ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। আজ তৃতীয় পদক জিততে পারলে ভারতের ক্রীড়া ইতিহাসে অমর হয়ে থাকবেন হরিয়ানার মেয়ে।
আজ সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন লক্ষ্য সেন (Lakshya Sen)। স্বদেশীয় প্রণয়কে হারিয়ে কোয়ার্টারে উঠেছেন তিনি। সেমিতে ওঠার পথে লক্ষ্যের প্রতিপক্ষ চীনা তাইপেইয়ের চউ তিয়েন চেন। এদিকে ব্যক্তিগত বিভাগে হতাশ করার পর আজ মিক্সড ইভেন্টে খেলবেন তিরন্দাজ ধীরাজ বোম্মাদেবারা। প্রি-কোয়ার্টার ফাইনালে অঙ্কিতা ভকতের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়াও জুডোয় তুলিকা মান, রোয়িংয়ে বলরাজ পনওয়ার অংশ নেবেন আজ।
দেখুন অন্য খবর: