কলকাতা: ডোপিং কেলেঙ্কারিতে শাস্তি কমল বিশ্বজয়ী ফুটবলার পল পোগবার (Paul Pogba)। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস-এ (CAS) আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে তাঁর নির্বাসন চার বছর থেকে কমিয়ে ১৮ মাস করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ফলে আগামী বছর মার্চেই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন পোগবা, অনুশীলনে ফিরতে পারবেন জানুয়ারি মাসে।
গত বছর সেপ্টেম্বর মাসে মাদক পরীক্ষায় (Drug Test) পোগবার নমুনায় ডিহাইড্রোপিয়ান্ড্রোস্টেরন পাওয়ার পর তাঁকে সব ধরনের ফুটবল থেকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়। ফরাসি মিডফিল্ডার দাবি করেন, তিনি ইচ্ছাকৃত কোনও মাদক সেবন করেননি। চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েই এই সমস্যা। তাঁর আবেদনে সাড়া দিয়ে ক্রীড়া আদালত শুধু নির্বাসন কমায়নি, আর্থিক জরিমানাও কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন: রবিবার হারলেই ছাঁটাই ম্যান ইউয়ের কোচ!
এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পোগবা বললেন, “অবশেষে দুঃস্বপ্নের শেষ। এই রায়ের পর আবার আমি আমার স্বপ্নকে অনুসরণ করতে পারব। আমি বরাবর বলে এসেছি, মাদক-বিরোধী সংস্থার নিয়ম আমি না জেনেই ভেঙেছি। চিকিৎসকের দেওয়া পুষ্টিগুণ সম্পন্ন সাপ্লিমেন্ট সেবন করেছিলাম, তা পুরুষ অ্যাথলিটদের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলে না।”
প্রসঙ্গত, পোগবার বয়স এখন ৩১। চার বছর নির্বাসনের শাস্তি বহাল থাকলে তাঁর অবসর নেওয়া ছাড়া উপায় থাকত না। সাম্প্রতিক সময়ে তাঁর জাতীয় দলের দুই সহ-খেলোয়াড় রাফায়েল ভারান এবং আন্তোইন গ্রিজমান অবসর নিয়েছেন। তাঁদের পথ ধরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল পোগবার। ক্রীড়া আদালতের রায়ে স্বস্তি মিলল, আরও কিছুদিন সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন তিনি।