কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলার শুনানিতে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ জানায়, পার্থের জামিনের মামলা দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালতকে। ১০ দিন পরে এই মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি অর্থের বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদনে ইডির জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।
পার্থ ও সহ অভিযুক্তের হেফাজত থেকে ৫৪.৮৮ কোটি টাকার নগদ, গহনা ও অন্যান্য সম্পদ উদ্ধারের পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ। নিম্ন আদালতকে দ্রুততার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন শুনতে নির্দেশ আদালতের। ১০ দিন পর সুপ্রিম কোর্টে আবেদনটির পরবর্তী শুনানি। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ ও অর্পিতাকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে ইডি। পরবর্তীকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ওই দুজনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: মাওবাদী যোগের অভিযোগে পানিহাটি-আসানসোলে তল্লাশি NIA-র
দেখুন আরও অন্যান্য খবর: