কুলপী: ফের তৃণমূলের (TMC) দাদাগিরির অভিযোগ, এবার পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে ধরে বেধড়ক মারধরের (Panchayat Secretary Beaten) অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যা ও তাদের স্বামীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি ত্বকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ। মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)।
গত ২০ জুলাই বিকেলে ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। আক্রান্ত পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্র ঘটনার দিন ঢোলাহাট থানায় অভিযোগ জানাতে গেলেও পরে পিছু হটেন। মালদহের ইংরেজবাজারের বাসিন্দা আক্রান্ত সচিব ভিক্টর মিশ্র। কুলপিতে ভাড়া বাড়িতে থাকেন। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই সচিব পঞ্চায়েতে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে কুলপির বিডিও (Kulpi B.D.O) সৌরভ গুপ্তর দারস্থ হয়েছেন আক্রান্ত সচিব।
আরও পড়ুন: ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
ঘটনা সম্পর্কে বিডিও জানিয়েছেন, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেরকম নির্দেশ আসবে সেরকম ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের কর্মচারী সংগঠনও ঘটনার কড়া নিন্দা করেছে। ঘটনার প্রতিবাদে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে বিডিওকে, এমনটাই জানা যাচ্ছে। কুলপি ব্লক তৃণমূল সভাপতি সুপ্রিয় হালদার মারধরের কথা ও থানায় যাওয়ার কথা স্বীকার করে নিয়েছন। তবে তাঁর দাবি আক্রান্ত সচিবের কাছে অভিযুক্ত নেতা সহ বাকিরা ক্ষমা চেয়ে নিয়েছেন। আক্রান্ত সচিবের নিরাপত্তা দেবে পুলিশ। অভিযুক্ত উপপ্রধান সাবির মোল্লাকে আপাতত পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করা হয়েছে।
দেখুন বিস্তারিত খবর