আর নয় আন্তর্জাতিক ক্রিকেট। ১৮ বছর দেশের হয়ে খেলার পর অবসর নিয়েই নিলেন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ। ৪১ বছরের এই ক্রিকেটারটি দেশের হয়ে ৫৫ টি টেস্ট খেলেছেন। ৩০০’র বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আর টি-টোয়ান্টি ম্যাচ খেলেছেন। ১১টি সেঞ্চুরি সমেত ১১ হাজারের বেশি রান করে রেখেছেন।
আবারও এক ক্রিকেটার টুইটারে লিখে অবসরের খবর জানালেন। সেখানে হাফিজ লিখেছেন, দেশের হয়ে খেলার সময় আমার শেষ হল। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি আনন্দের সঙ্গে। আর আমি গর্বিত এতগুলো বছর ধরে খেলে যেতে পারায়।
My journey of pride representing ?? came to an end & i m proudly retiring from international cricket with great satisfaction & joy. Thank u all for 18 years of support. Maintaining highest level of pride & dignity always is my most valuable achievement. Pakistan ?? Zindabad
— Mohammad Hafeez (@MHafeez22) January 3, 2022
পাক দলের অধিনায়ক বাবার আজম এই সিনিয়র ক্রিকেটারকে ‘প্রফেসর’ বলে ডাকেন। সেই নামেই লিখে বাবর জানিয়েছেন, এক স্মরণীয় ক্রিকেট কেরিয়ার শেষ হল। মাঠে থাকার সময় তোমার মূল্যবান টিপসগুলো আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। তোমার অবসর খুশির হোক-প্রফেসর’।
ছবি: সৌ-টুইটার।