পূর্ব বর্ধমান: কালনায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারাল অস্ত্রের কোপ ছাত্রীকে ভর্তি করা হল কালনা মহকুমা হাসপাতালে। পলাতক অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে দাঁড় করিয়ে ধারাল অস্ত্রের কোপ দেয় এক প্রতিবেশী। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসাধীন। পাটমহল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে কালনার মেদগাছি পাইকপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে স্কুলে যাচ্ছিল। সেই সময় তাদেরই এক প্রতিবেশী যুবক পথা আটকায়। এরপরই হাতে থাকা জমিতে ঘাস কাটার নিড়ানি দিয়ে অতর্কিতে তার উপর আক্রমণ করে। হাত, মুখ, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: আরজি করের নতুন এমএসভিপিকে তলব সিবিআইয়ের
জখম ওই ছাত্রীর বাবা জানান, আমাদের কোনও ভালো দেখতে পারে না ওই প্রতিবেশী যুবক। আমার মেয়ে স্কুলে যাওয়ার পথেই তার উপর অতর্কিত আক্রমণ করে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন জখম ওই ছাত্রীর বাবা।
দেখুন আরও অন্যান্য খবর: