অলিম্পক সোনা জয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) জার্মান কোচ কাস বার্তোনিজের (Klaus Bartonietz) মেয়াদ বাড়ালো অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া(AFI)। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স (2024 Paris Games) গেমস পর্যন্ত তিনি নীরজের সঙ্গে থাকবেন।
আরও পড়ুন:PakistanCricket: আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন হাফিজ
সকলের খেয়াল আছে, ঐতিহাসিক নজির গড়ে টোকিয়োতে জ্যাভেলিন ছুঁড়ে দেশে অ্যাথলেটিক্সে প্রথম সোনার পদক নিয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন,এই জার্মান কোচকে পরের গেমস পর্যন্ত তাঁর সঙ্গে চান। সেই ইচ্ছে পূরণ হল। জাতীয় অ্যাথলেটিক ফেডারেশন বাড়িয়ে দিল কোচ বার্তোনিজের মেয়াদ।
@Neeraj_chopra1 's coach Dr Klaus saying Namaste is the cutest thing you'll see today, tomorrow or day after. ? @afiindia @AndrewAmsan @BhimChopra2 credit: Neeraj instagram pic.twitter.com/DaOPUBgmZO
— SportingIndia (@SPORTINGINDIAtw) December 12, 2021
বার্তোনিজ কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে কনুইয়ের অস্ত্রোপচারের পর। কমবয়সী নীরজের তখন কোচ ছিলেন, প্রাক্তন বিশ্ব রেকর্ডের অধিকারী জ্যাভেলিন থ্রোয়ার উয়ে হন (Uwe Hohn)l
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ মিটারের বিদেশি কোচ গালিনা বুখারিনাকে এই বছরের শেষ পর্যন্ত রাখা হচ্ছে (চিনেতে হ্যাঙ্গঝাওতে পরের এশিয়ান গেমস)।
.@Neeraj_chopra1's ?? ambition is to inspire the next generation of javelin stars.
Here India’s first ever @Olympics champion in athletics, shares his top five tips for beginner javelin throwers ?
— World Athletics (@WorldAthletics) December 24, 2021
ছবি: সৌ-টুইটার।