কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে দফায় দফায় রাস্তায় নেমে চলছে প্রতিবাদ। তারকা থেকে আমজনতা সবারই প্রতিবাদের ভাষা ক্রমশ জোরাল হচ্ছে। নাট্যব্যক্তিত্ব থেকে টলি অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরাও প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছেন। টলিপাড়ার (Tollywood) তারকাদের সঙ্গে আরজি কর কাণ্ডে সোচ্চার হয়েছেন বি-টাউনের (Bollywood) করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা থেকে রিচা চাড্ডার পাশাপাশি আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলেছেন। আর এবার গর্জে উঠলেন অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)।
আরও পড়ুন: দেশভাগের দলিল সৌমিত্রের ‘লিমিনাল টাইডস’
কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পকে কাঠগড়ায় তুলে নীনার মন্তব্য, ‘‘ একজন মেয়েকে পড়াশোনা করালে শিক্ষিত করে তোলার পরে সে কাজে যাবেই। কিন্তু সে তো নিজের কর্মক্ষেত্রেই সুরক্ষিত নয়। আমি জানতে চাই এটার থেকে বাঁচার উপায় কী।’’ মহিলাদের উপর নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অভিনেত্রীর প্রশ্ন, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ভয়ানক অপরাধ হয়েছে আমরা তার নিন্দা করছি, সমালোচনা করছি, ঠিক আছে। কিন্তু এসবের সমাধান কী? অপরাধ ঠেকানোর একটা ব্যবস্থা তো করতে হবে। দেখুন, ভারত অনেক বড় একটি দেশ। প্রয়োজনে দেশের প্রতিটা রাজ্য, জেলা, অঞ্চল বা গ্রামে মহিলা সুরক্ষার জন্য কমিটি গড়ে তুলতে হবে। যেখানে মহিলারা এই বিষয়ের উপর নজরদারি চালিয়ে কোনও সমস্যা দেখলেই অভিযোগ জানাবে। তবে এতেও কি সমস্যার সুরাহা হবে? দ্বিধা প্রকাশ করেছেন অভিনেত্রী নীনা গুপ্তা।
আরও খবর দেখুন