হুগলি: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাত দখলের (Rat Dakhal) কর্মসূচি চলছিল উত্তরপাড়ায় (Uttarpara)। মিছিল শেষে প্রতিবাদীদের ভিড়ে ঢুকে পড়ল চার চাকা গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। আটক গাড়ি চালক।
উত্তরপাড়া গৌরী সিনেমার সামনে প্রতিবাদ মিছিল সবে শেষ হয়েছে।মিছিলে অংশগ্রহণকারীরা বাড়ির পথ ধরছেন।এমন সময় বেপরোয়া গতিতে একটি চার চাকা গাড়ি বালির দিক থেকে এসে ঢুকে যায়।কেউ আহত না হলেও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
আরও পড়ুন: কেন ময়নাতদন্ত করতে দেরি হল, প্রশ্ন নির্যাতিতার বাবা-মায়ের
রাত জাগোর মিছিলে থাকা অমিত রায় বলেন,যে গতিতে গাড়িটি এসে পড়েছিল তাতে কয়েকজন আহত হতে পারত।আমরা চালককে ধরে পুলিশে দিয়েছি। গাড়িটিতে রাজস্থানের জয়পুরের এক ব্যাক্তি ছিলেন। তাঁর নাম দ্বরকা প্রসাদ বিজে। তিনি জানান, রিষড়া থেকে ট্রেন ধরতে গিয়েছিলেন হাওড়া। কিন্তু ট্রেন চলে যাওয়ায় আবার রিষড়া ফিরছিলেন। রাস্তায় মিছিল থাকায় গাড়ি আটকে পরে। তিনি চালককে বলেছিলেন সাবধানে চালাতে। চালক মদ্যপ ছিল তা তিনি জানতেন না।
আরও খবর দেখুন