কলকাতা: বিহারের (Bihar) রাজনীতিতে জাতপাত খুব গুরুত্বপূর্ণ হয় ভোটের ময়দানে। দীর্ঘদিন ধরে সেখানে যাদব বনাম কুশওয়াহার লড়াই ছিল। সাধারণভাবে লালুপ্রসাদের দল আরজেডি কুশওয়াহাদের সমর্থন পেত না। এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে তেজস্বী যাদবের নতুন খেলা। এমওয়াইকের জোট তৈরি করতে চায়। অর্থাৎ মুসলিম, যাদব ও কুশওয়াহার কথা বলছেন তিনি। যাদব ও কুশওয়াহার মধ্যে লড়াই আর হবে না। আরজেডির মধ্যে ভাবনার পরিবর্তন। এর আগে দেখা যায় গত লোকসভা ভোটে লালুপ্রসাদ যাদব কুশওয়াহা সমাজ থেকে প্রার্থী করেছিল। তাতে সাফল্য এসেছিল। এবার সরাসরি তেজস্বী বললেন, কুশওয়াহা ভাই ও যাদব ভাই আর লড়াই করবে না। কুশওয়াহা সমাজের জগদেব প্রসাদকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে তিলোত্তমার বাবা, মাকে পুলিশ টাকার অফার দিয়েছিল?
আরও খবর দেখুন