পূর্ব র্ধমান: কালনায় গঙ্গার ভাঙনে আতঙ্কিত কয়েকশো পরিবার। এর জেরে কালনার ১০ নম্বর ওয়ার্ডের কয়াশো পরিবার আতঙ্কিত। এই এলাকার ভাঙনে সরকারি প্রকল্পের বহু বাড়ি চলে যাবে গঙ্গার গ্রাসে অনুমান স্থানীয়দের। অভিযোগ, ঠিকাদার সংস্থা গঙ্গার পাড়ে মেরামতির গাফিলতির কারণে এই ভাঙন। এলাকাবাসীদের আবেদন, দ্রুত এই ভাঙনরোধে তৎপর হোক প্রশাসন।
একনাগারে বৃষ্টির ফলে আবারও ভাঙন দেখা দিল কালনা ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ার ভাগীরথী গঙ্গার ধারে। এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামতে শুরু করে। ওই একই এলাকাতে তিন-চার মাস আগে ভাঙন দেখা গিয়েছিল। কিছুদিন গঙ্গার ভাঙন বন্ধ থাকলেও ফে ভয়ঙ্কর রূপ নেয়। বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির ফলে আনুমানিক ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কয়েকটি বাড়ির বেশ কিছু অংশ প্রবল গঙ্গার ভাঙ্গনে তলিয়ে গিয়েছে। এমনকী গঙ্গার ধারের বাড়িগুলির উঠোনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকয়েকটি বাড়ির একাংশ।
আরও পড়ুন: শনিবার সকাল থেকেও ভারী বৃষ্টি, চলবে মঙ্গলবার পর্যন্ত
আতঙ্কিত এলাকাবাসীদের আশঙ্কা, গঙ্গার ভাঙনের গ্রাসে হয়তো তাঁদের বসতবাড়িটুকুও চলে যাবে। এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় বেশকিছু মানুষ সরকারি বাড়ি পেয়েছে। বাড়িগুলি প্রায় তৈরি শেষের দিকে। দেখা যাচ্ছে, বাড়িগুলি চারপাশ দিয়ে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারা জানান ,গঙ্গার চারপাশ বেশ কয়েকদিন ধরেই বাঁধানো হচ্ছিল। তাঁদের দাবি, যেভাবে গঙ্গার ধার বাঁধানো হচ্ছে, সঠিক নিয়মের মধ্যে হচ্ছে না। সরকার যদি ভালো পদক্ষেপের সঙ্গে গঙ্গার চারপাশ বাঁধায় তাহলে হয়তো গঙ্গার ভাঙন থেকে রক্ষা পাবে কয়েকশো বাড়ি ও পরিবার।
দেখুন আরও অন্যান্য খবর: