কলকাতা: ফের মেট্রোয় ‘আত্মহত্যা’র চেষ্টা! ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Services Partially Disrupted)। শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে শোভাবাজার সুতানুটি স্টেশনে (Shovabazar Sutanuti) মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। চরম ভোগান্তির শিকার যাত্রাীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, কবি সুভাষ থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। যাত্রীদের মধ্যে অনেকেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। কেউ কেউ মেট্রো ছেড়ে বাসে বা অন্য কোনও গণপরিবহণে গন্তব্যের উদ্দেশে রওনা দদিয়েছেন।
আরও পড়ুন: ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! কবে থেকে শীত পড়তে চলেছে বাংলায়?
কম সময় তাড়াতাড়ি গন্তব্যে পোঁছানোর মুশকিল আসান মেট্রো। নিত্যদিন কখনও নেতাজি ভবনে, কখনও টালিগঞ্জে, কখনও রবীন্দ্র সরোবর তো কালীঘাট, কী চাঁদনিচক আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। যার জেরে ব্যস্ত সময় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। শুধু তাই তাই বেশির ভাগ দিনই মেট্রোর সিগনালিং-এর সমস্যার জেরে ব্যহত হয় পরিষেবা। বারবার একই ঘটনা মেট্রোর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্য খবর দেখুন