জ্যোতিষ শাস্ত্রে (Horoscope) বুধদেবের (Budhdeb) বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে যুক্তি, বুদ্ধি, অর্থনীতি, গণিত, যোগাযোগ বন্ধুত্বের কারক বলা হয়। খুব শীঘ্রই মার্গী অবস্থান (Margi) নেবে বুধদেব।
৭ এপ্রিল রাত থেকেই বুধদেবের মার্গী অবস্থান শুরু হবে। ১১ এপ্রিল বুধদেব নক্ষত্র পরিবর্তন করে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ২৭ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। বহু রাশি এই সময়ে সুখের মুখ দেখবে।
বৃষ
বুধের উত্তরভাদ্র নক্ষত্রে প্রবেশে এই রাশির জীবনে সুখের সঞ্চার। মানসিক প্রশান্তি। শারীরিক উন্নতি। দীর্ঘ দিনের রোগ ভোগ অসুস্থতা থেকে মুক্তি। আর্থিক পরিস্থিতির উন্নতি। চাকরি ক্ষেত্রের কোনও বড়সড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। যেকোনও কাজে বন্ধু ও পরিবারের সহযোগিতা পাবেন। নিজের লক্ষ্যে সাফল্য আসবে। বাড়িতে সুখের আনন্দ অনুষ্ঠান।
আরও পড়ুন- চন্দ্রদেবের আশীর্বাদে সুখের সময় এই তিন রাশির জীবনে
সিংহ
বুধের উত্তরভাদ্র নক্ষত্রে প্রবেশে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে ধনভাব বৃদ্ধি। হঠাৎ করে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। পরিকল্পনা করে সুদূরপ্রসারী বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ দেবে। আর্থিক উন্নতি। চাকুরিক্ষেত্রের স্থান পরিবর্তন, পদোন্নতি। ব্যবসায় উন্নতি। পরিবারে সহযোগিতা লাভ। মনের মতো মানুষ খুঁজে পাবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে। ভ্রমণের পরিকল্পনা সফল হবে।
ধনু
কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসলেও আখেরে লাভ হবে আপনার। সাফল্য আসবে জীবনে। এমন কোনও মানুষের সঙ্গে আলাপ হবে, যার দ্বারা আপনার জীবনে আরও উন্নতির যোগ। দাম্পত্য জীবন সুখের। মা বাবা, গুরুজনস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ লাভ। সম্পত্তির অংশীদারিত্ব পেতে পারেন। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকবে। সকলের সহযোগিতা পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।