জ্যোতিষশাস্ত্রে (Astrology) বুধ গ্রহের (Mercury) বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে যুক্তি, যোগাযোগ, গণিত, অর্থনীতি, ব্যবসা, বন্ধুত্বের কারক বলে মনে করা হয়। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। কন্যা ও মিথুন রাশির অধিপতি।
এই রাশিগুলিতে (Zodiac Sign) যখন বুধ গ্রহ দুর্বল থাকে, তখনই কিন্তু বুধের মহাদশা শুরু হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ২২ ফেব্রুয়ারি উদিত হবেন বুধ। সেদিন সন্ধ্যা ৭ টায় কুম্ভ রাশিতে উদিত হবেন বুধ। দিনটি পড়েছে শনিবার। তার প্রভাব সব রাশিতে পড়লেও, বিশেষ সুখকর প্রভাব পড়বে ৩ রাশিতে।
আরও পড়ুন: শনির শুভ ফলের প্রভাবে এই তিন রাশির আর্থিক উন্নতির যোগ
মেষ
মেষ রাশির জাতক/জাতিকাদের উন্নতির যোগ। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য থাকলেও সম্পর্কের উন্নতি। জীবনের জন্য কোনও বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। চাকুরিক্ষেত্রের সমস্ত বাধা দূর হবে। দেশের বাইরে পোস্টিং হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের সময় ভালো। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যেতে পারে। বিবাহিত জীবন সুখের হবে।
মিথুন
পরিবারে গুরুজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। নির্দিষ্ট লক্ষ্য পূরণে সক্ষম হবেন। আত্মবিশ্বাস বাড়বে। সম্পত্তির পরিমাণ বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ। বিদেশ যাত্রার সম্ভাবনা। হঠাৎ করে কাজের জায়গায় উন্নতি। পরিবার বা বন্ধুদের সঙ্গে আগের থেকে সম্পর্ক ভালোর দিকে যেতে পারে। ব্যবসায়ে আয়, উন্নতির যোগ। শরীর, স্বাস্থ্য ভালো যাবে। বিয়ে যোগ তৈরি হবে। প্রেম জীবন মধুর।
কুম্ভ
এই রাশির লগ্নভাবে বুধ উদিত হবেন। এই সময়কাল ছাত্রদের জন্য খুবই লাভদায়ী প্রমাণিত হবে। শিক্ষার্থীদের জন্য এটি শুভ সময়। কাজে সফলতা আসবে। সমস্ত বাধা দূর হবে। পেশাগত জীবনে সাফল্য। জীবনে কিছু ভালো সুযোগ আসতে পারে। সুযোগকে কাজে লাগাতে হবে। অংশীদারির ব্যবসায় লাভ হবে। বৈবাহিক জীবনে আসবে খুবই সুখ শান্তি। প্রেমের সময় ভালো।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।